Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

হাতির তান্ডব ঝাড়গ্রাম জেলা জুড়ে ।

গত কয়েক দিন ধরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লক জুড়ে শতাধিক হাতি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় ৬০ থেকে ৭০ টি বাড়ি ভেঙে তাণ্ডব চালিয়েছে হাতির দল। সেই সঙ্গে মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে।



যার ফলে দিশেহারা ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, ঠাকুরথান, বনডাহি, কষাফুলিয়া ,জারুলিয়া , বাঁদরভুলা সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। কয়েকদিন আগে হাতির হামলায় হুলা পার্টির দুজন সদস্যের মৃত্যুও হয়েছে। হাতির হামলায় আহত হয় জয়দেব হাওলাদার নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related News