ইন্দ্রজিৎ আইচ:-বাংলা থিয়েটারের ইতিহাসে তিনি এক ও অনন্য, তিনি প্রবাদ প্রতিম নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শিশির কুমার ভাদুরী। তাকে নিয়ে, তার জীবন নিয়ে এবং ৫০/৬০ বা ৭০ এর দশকের সেই সময়ের তার নাটকের বিষয় নিয়ে ছবি করতে চলেছেন বিখ্যাত পরিচালক রেশমী
মিত্র। সম্প্রতি বই পাশের জে ডব্লিউ মেরিওট হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পরিচালক রেশমী মিত্র জানালেন ছবির নাম হল
“বড় বাবু”।
এই বড় বাবু চরিত্র টা করবেন বার্ত্য বসু। সেই রকম কথা চলছে। তার মা এর চরিত্র টা করবেন শ্রীলা মজুমদার। কঙকাবোতি করবেন পায়েল সরকার।
রবীন্দ্রনাথ করবেন পরান বন্দ্যোপাধ্যায়। তারাদাস এবং প্রবদ অধিকারী এই দুটি চরিত্র করবেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। এই ছবির মিউজিক করছেন বিক্রম ঘোষ। ছবিটি তৈরি হবে ধানস প্রোডাকশনের ব্যানারে। সুমন ভট্টাচার্য এই ছবিটির প্রযোজক।
রেশমী মিত্র আরো জানালেন আমি থিয়েটার পরিবারে বড় হয়েছি। দক্ষিণ কলকাতার নিভা আর্টস আমাদের। তপন থিয়েটার হলে এক সময় বহু নামি মানুষ নাটক করে গেছেন। তাদের কাছ থেকে দেখা, তাদের নাটক দেখতে দেখতে বড় হয়েছি। অনেকদিনের ইচ্ছে ছিলো শিশির ভাদুরী কে নিয়ে ছবি করবো। আমার সেই বাসনা পূর্ন হতে চলেছে। শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। এটা আমার ১১ নম্বর ছবি।
সংগীত পরিচালক বিক্রম ঘোষ জানালেন শিশির ভাদুরী কে নিয়ে ছবি এবং সেই সময়ের নাটকের গান ও তাতে ক্লাসিকাল এর ছোঁয়া এটা একটা আমার জীবনের ইউনিক কাজ হবে। পুরো ছবিটা শেষ না হওয়া পর্যন্ত কি মিউজিক বা গান থাকবে এই মুহূর্তে তা বলা যাবে না
। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পায়েল সরকার, বিক্রম ঘোষ, শ্রীলা মজুমদার, মুস্তাক আলম, সুমন ভট্টাচার্য সহ আরো অনেকে।