সাধারণ গ্রাহককে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তুলতে রিজার্ভ ব্যাংকের উদ্যোগে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি আর্থিক সাক্ষরতা পালনের অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্কের তমলুক কার্যালয়ের উদ্যোগে আজ কাঁথিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রামীন স্বরোজকার প্রশিক্ষণ সংস্থার কাঁথির সারদা মিশন কার্যালয়ে এক “অর্থননৈতিক স্বাক্ষরতা” কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালায় টাকা কোথায় জমা রাখা বেশী নিরাপদ, ডিজিটাল লেনদেন কতটা নিরাপদ, সাইবার প্রতারণা থেকে বাঁচবেন কিভাবে ইত্যাদি ব্যাংক সংক্রান্ত নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষজনকে সচেতন করতে বিভিন্ন বক্তা আলোচনা করেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন –
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার. ম্যানেজার রাকেশ কুমার ভার্মা, লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ মাইতি ও সংস্থার ডিরেক্টর উজ্জ্বল বর সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা।
কর্মশালায় শ্রোতা ও দর্শক হিসাবে উপস্থিত ছিলেন – জেলার ফার্মার প্রডিউসার কোম্পানির সদস্য, শিক্ষক, অধ্যাপক, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা।
উপস্থিত শ্রোতা দর্শকরা এই কর্মশালা দ্বারা উপকৃত হয়েছেন বলে জানান।