চাকরীহারাদের বিক্ষোভে তুলকালাম অবস্থা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর মনোনয়ন পর্ব।মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপির মিছিলে উত্তেজনা তৈরী হয়। স্লোগান, পাল্টা স্লোগান থেকে ধাক্কাধাক্কি, মারামারিতে জড়াল তৃণমূল এবং বিজেপি। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে চাকরিহারারা দিলেন স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কার্যত হিমশিম খেল পুলিশ।
কলকাতা উচ্চ আদালতের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।এদিন কর্মী-সমর্থকদের নিয়ে তমলুকের জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

অভিযোগ মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তমলুক হাসপাতাল মোড়ের সামনে ধরনায় বসা চাকরিহারা শিক্ষকরা শুভেন্দু অধিকারীকে দেখে ‘চোর’ স্লোগান দিতে থাকে। এমনকি চাকরী ফেরত না হলে তাঁর বাড়ি ঘেরাও করার হুশিয়ারি দেওয়া হয় । এর পালটা দিতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ বিজেপির মিছিল থেকে ধর্না মঞ্চের সামনে বসা আন্দোলনকারীদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়।মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তিনি ধরনা মঞ্চের সদস্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তমলুক থানার বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে।পরিস্থিতি ঘোরালো হতে পারে আঁচ করে আগে থেকেই পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির ছিল। পুলিশের তৎপরতায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর।






