Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

নারায়ণ পূজায় লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্য শিবির

সোমবার থেকে শুরু হয়েছে কাঁথি ৩ ব্লকের অন্তর্গত শিল্লিবাড়ী কালুরায় পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে সার্বজনীন নারায়ণ পূজা ও মেলা, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। এই পূজার অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে পল্লী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব কন্টাই আগামী’র উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার নির্নয় কর্মসূচী।

 

চক্ষু পরীক্ষা শিবিরটি তত্ত্বাবধান করেন লায়ন্স ক্লাব পরিচালিত ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অনিন্দিতা পড়্যা, অমলেশ পাহাড়ী প্রমুখ ডাক্তার ও টেকনিশিয়ানরা। স্বাস্থ্য শিবিরটি পরিচালনা করেন স্বরূপ কুমার মাইতি, অজয় কুমার গিরি, উৎপল দাস, অরিন্দম পন্ডা প্রমুখ লায়ন সদস্যরা। শতাধিক রোগী এদিনের পরিষেবা গ্রহণ করেন।

পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি চম্পক জানা, সহসভাপতি অনিমেষ মেইকাপ, সম্পাদক রঞ্জন জানা প্রমুখ সদস্যরা জানিয়েছেন, ছানি চিহ্নিত রোগীদের যেমন বিনামূল্যে অপারেশন করা হবে, তেমনই যেসব রোগীদের পাওয়ার চশমা প্রয়োজন তাঁদের ক্লাব থেকেই ব্যবস্থা করা হবে।

 

রুরাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অজয় কুমার গিরি বলেন, “মানবসেবাই নারায়ণ সেবা। শুধু ফুল, ধূপ, প্রদীপ নয়, সত্যিকারের পূজা তখনই হয় যখন আমরা কারো দুঃখে পাশে দাঁড়াই। এই স্বাস্থ্য শিবির সেই মানবিক পূজারই এক উজ্জ্বল নিদর্শন।” এলাকাবাসী এধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

Related News

Also Read