Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

তরুন জানার শপথ গ্রহনে জনজোয়ার ।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য তরুণ কুমার জানার শপথ গ্রহন যেন জনজোয়ারে পরিনত হল।বুধবার জেলা পরিষদে শপথ গ্রহণ করলেন তরুন বাবু। গত ১৬ আগস্ট জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহন ছিলো।

সেই দিন তরুন বাবু অসুস্থ থাকার কারণে শপথ গ্রহণ করতে পারেননি। এই কারণে আজ তিনি জেলা পরিষদ অফিসে শপথ গ্রহন করতে যান ।তাঁর সাথে জেলা শাসক দফতরে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি,জেলা পরিষদ সদস্য আনোয়ার উদ্দিন।

তরুন জানার শপথ গ্রহন অনুষ্ঠানে স্বাক্ষী থাকতে জেলা পরিষদ অফিসে ভীড় জমান হাজার হাজার তৃনমূল কর্মী সমর্থক। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে নিমতৌড়ি থেকে তরুন বাবু হাজার হাজার কর্মী সমর্থক সহ বিশাল মিছিল করে জেলা পরিষদে যান। সেখানে তিনি শপথ বাক্য পাঠ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাস। উল্লেখ্য চারিদিকে প্রচার হয়েছিল তরুণ জানা এবার জেলা সভাধিপতি হবেন। কিন্তু ১৬ আগস্ট শেষ মুহূর্তে জানা যায় তিনি হচ্ছেন না। সভাধিপতি হচ্ছেন উত্তম বারিক।

Related News