রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এবার মামলা হল নন্দীগ্রাম থানায়। গত ১০ তারিখের শহীদ দিবসের মঞ্চ পোড়ানো এবং খুনের চেষ্টার অভিযোগ উঠলো নন্দীগ্রামের বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর পাশাপাশি খুনে প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় ও অস্ত্র আইনে মামলা দায়ের হল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের ২১জন বিজেপি নেতার বিরুদ্ধে ।

সূত্রের খবর, নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগরের করপল্লীতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগও সামনে এসেছে। নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় জামবাড়ীর বাসিন্দা ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য সীতারাম করণ।
ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪৩৫, ৪২৭, ৫০৪ , ১২০ বি সহ একাধিক ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে মামলা। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার আইসি সুমন রায় চৌধুরী।
পুলিশের খাতায় যে অভিযোগপত্র জমা পড়েছে তাতে শুভেন্দু ঘনিষ্ঠ ২১ জন অভিযুক্ত বিজেপি নেতা দেবাশিস দাস, স্বদেশ রঞ্জন অধিকারী, শ্যামাপদ মাইতি, কার্তিক বারিক প্রমুখ






