Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

কৃষকের ফসলের দাম ,১০০ দিনের কাজের দাবিতে ডেপুটেশন 

কৃষকের ফসলের ন্যায্য মূল্য ,ক্ষেতমজুরের ১০০ দিনের কাজ শুরু এবং ১০০ দিনের কাজকে ২০০ দিন করার দাবি সহ স্থানীয় আশু বর্ষাকালীন সমস্যা নিয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -৩ ব্লক ভিডিওর কাছে সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন এবং সিআইডিইউ এর পক্ষে ডেপুটেশন দেওয়া হয়। মারিশদা বাজার থেকে একটি মিছিল সংঘটিত হয়ে শিল্লবাড়িতে বিডিও পর্যন্ত যায়। বিডিও অফিসের সামনে পথসভায় এলাকার স্থানীয় মানুষের সমস্যা এবং আগামী বর্ষায় এলাকার জল নিকাশি সংস্কার, বিভিন্ন এলাকায় সাঁকো মেরামত। জমি রূপান্তরের ক্ষেত্রে বি এল আর ও অফিসের দুর্নীতি এবং স্বজন পোষণ এর কথা তুলে ধরেন

বক্তারা দাবি করেন ,প্রকৃত গৃহহীনকে আবাস যোজনার মধ্যে নিয়ে এসে তাদের ঘরের ব্যবস্থা করে দিতে হবে ।বার্ধক্য ভাতা থেকে বঞ্চিতদের বার্ধক্য ভাতা দিতে হবে ,জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে, হঠাৎ করে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পাওয়ার বিরোধিতা করেন।।সভায় বক্তব্য রাখেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব আশীষ প্রামাণিক, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব কালিপদ শীট, পিনাকীরঞ্জন দাস, আশিস পণ্ডা,কেশব পতি,খাজা আবুল আলি,প্রতাপ কুমার দাস,অনন্ত কুমার পণ্ডা, ভবেশ মণ্ডল।

নেতৃত্ব কমরেড আশিস প্রামানিক, কালীপদ শীট, পিনাকীরঞ্জন দাস, আশিস পণ্ডা,কেশব পতি,খাজা আবুল আলি,প্রতাপ কুমার দাস,অনন্ত কুমার পণ্ডা, ভবেশ মণ্ডল, সজল সামন্ত, বাসুদেব সিংহ, সুনীল সরদার

Related News

Also Read