ভূপতিনগরের ফকিরচক গ্রামে তরুন সংঘের পাঠাগারে বঙ্গীয় সুজান সাহিত্য সংসদ এর বর্ষশেষে বৈকালিক সাহিত্য বাসর অনুষ্ঠান হয়৷ সাহিত্য বাসরে সভাপতিত্ব করেন সিতাংশু দাস৷
উপস্থিত ছিলেন সাহিত্যিক ও আঞ্চলিক ইতিহাসকার মন্মথনাথ দাস, অধ্যাপক রণজিৎ কুমার নায়েক, ড. বিষ্ণুপদ জানা, যুগলকিশোর মন্ডল, গোকূল ভূঁঞ্যা, অশোক কুমার দাস, স্বপন কুমার প্রধান, ধৃতিরূপা ত্রিপাঠী, অনন্তকুমার সাউ, অমলেন্দু পাল, সমরেশ সুবোধ পড়িয়া, সহস্রাংশু দাস, প্রমা মাইতি, ভূপাল কুমার মাইতি, হরিপদ পন্ডা, চন্দন মাইতি, কেশবচন্দ্র প্রধান, কৃষ্ণা রায় মহেশ, তপন কুমার জানা, চিত্তরঞ্জন সাহু, কালিপদ মাইতি, রবীন্দ্রনাথ দাস অধিকারী, তৃপ্তি ভূঁঞ্যা, সুমন্থনাথ দাস, লক্ষ্মীকান্ত রাণা, দীপঙ্কর গিরি, ঋষিতা গিরি, মায়া দে, শংকর ঘোষ, সুভাষচন্দ্র ঘোড়ই, গৌরচাঁদ পাত্র, মহামায়া গোল, তনুশ্রী কর জানা, সঞ্চারী মাইতি, শ্রীময়ী মাইতি ও সেক নুরুল ইসলাম প্রমুখ সাহিত্যপ্রেমীগণ৷ বাংলা বর্ষশেষ ও নববর্ষের শুভারম্ভে অতিথিগণের বক্তব্যে, স্বরচিত কবিতায়, গানে, গল্পে আবৃত্তিতে সাহিত্যবাসর বেশ জমে যায়৷ সাহিত্য সংসদের আপ্যায়ন ও প্রীতি উপহারে মুগ্ধ সবাই৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অজিত কুমার জানা৷ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংসদের সভাপতি সিতাংশু দাস৷
