Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। অনুষ্ঠিত হলো দিশা সন্মান২০২২ ।।

ইন্দ্রজিৎ আইচ:- বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো দিশা সম্মান ২০২২।

দিশা আই হসপিটাল সারা বাংলায় চক্ষু চিকিৎসায় এক নজির সৃষ্টি করেছে। তারা দীর্ঘ ২৫ বছর পূর্ণ করলো তাদের পথ চলা।


বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই দিশা সন্মান পেলেন সংগীতের ক্ষেত্রে
দিবাকর শর্মা, ক্রীড়া ক্ষেত্রে ফুটবল এসোসিয়েশন ফর দা ব্লাইন্ড অফ বেঙ্গল এর গৌতম দে, পলাশ নন্দী, সঙ্গীতা মতিয়া এবং শ্যামবাজার অন্য দেশ নাটকের দলের সুভাষ দে (দলের সম্পাদক ), সৌমিত্র হালদার ও শিবপ্রসাদ ভার্মা।

এই সকলের হাতে দিশা সন্মান তুলে দেন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন, বিখ্যাত ফুটবলার দীপবেন্দু বিশ্বাস, আলভিটো ডি কুনহা, জনপ্রিয় নৃত্যশিল্পী অলোকনন্দা রায়।

মঞ্চে উপস্থিত ছিলেন দিশা আই হসপিটাল এর প্রধান ডাক্তার দেবাশিস ভট্টাচার্য, ডাক্তার সমর কুমার বসাক, তুষার কুমার সিনহা।

এক সাংবাদিক সম্মেলনে দিশা আই হসপিটালে র প্রধান দেবাশিস ভট্টাচার্য জানালেন আমরা পাঁচ বছর ধরে এই সন্মান দিয়ে আসছি। সমাজে পিছিয়ে পড়া মানুষদের এই সন্মান আমরা দিয়ে থাকি। তারা সকলে অন্ধ হলেও নিজের প্রতিভায় তারা অনন্য। তাদের আরো উৎসাহ দিতে আমরা দিশা সন্মান দিই। মঞ্চে সকল অতিথিরা
ও সম্মান প্রাপকরা এই উদ্যোগ নেবার জন্য দিশা আই হসপিটাল কে সাধুবাদ জানান।

এই সন্মান প্রদানের পর ছিল শ্রুতি নাটক রক্ত করবি ও সঙ্গীতানুষ্ঠান।সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো দিশা সন্মান।

Related News

Also Read