প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের তোটানালা ও নীলকন্ঠপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হলো রবিবার।
সকাল ১০ টায় শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রক্রিয়া চলে। এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ভোটার ৮৮৭জন। আসন সংখ্যা রয়েছে ১২ টি। ভোট পোলিং হয়েছে ৭৯৩টি ।
বিজেপি ও বামফ্রন্ট সমবায়ের ভোটে উভয় পক্ষই তাঁদের প্রতিনিধি দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস ১২টি আসনে প্রার্থী দিয়েছিল। পাশাপাশি বিজেপি ১১টি এবং বামফ্রন্ট ৭টি আসনে তাঁদের প্রতিনিধি দিয়েছিলেন। রবিবার এই সমবায়ের ভোটে ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।
স্বাভাবিক ভাবে জয়লাভ করার পরে ঘাসফুল শিবিরে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাসের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এবং সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করা হয়।
তবে ভোট শেষ হওয়ার পরে ক্যামেরায় ভিডিও এবং ছবি তোলার জন্য এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমবায়ের ভোটে জয়লাভের পরে সবুজ আবির মাখিয়ে দেন শাসক দলের কর্মীরা। পথচলতি মানুষদের মিষ্টি মুখ করানো হয়।
এদিনের জয়লাভের পঞ্চায়েত ভোটের আগে বাড়তি এক্সিজেন পাবে শাসকদল এমনটাই মনে করছেন ঘাসফুল শিবির। নেতৃত্ব উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুপ সুন্দর পন্ডা, দলের ব্লক যুব সভাপতি সৌরভ বেরা, দলের অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি গৌরহরি মাইতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস, অঞ্চল সমবায় সেলের সভাপতি স্বপন দাস, গুরুপদ জানা, দুলাল ভূঞা, অভিজিৎ ভট্টাচার্য, অমল সাহু প্রমুখ। এদিন তৃণমূলের নেতৃত্বরা সমবায়সমিতির ভোটে নির্বাচিত জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন।