আসানসোল ও বনগাঁ পুরসভার মোট দু’টি ওয়ার্ডের উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হওয়ার পরেই রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্য ও সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীকেও কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় সরব দলের একাংশ।
বুধবার ভোটের ফল প্রকাশের পরই এই প্রশ্ন তুলে ‘সেভ বেঙ্গল বিজেপি’র তরফে টুইটে অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তীদের ‘ফেলিওর গ্যাং’ বলে আক্রমণ করা হয়েছে। একই সাথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতাদের নিশানা করে ‘সেভ বেঙ্গল বিজেপি’র টুইটে আরও বলা হয়েছে, ‘সেভেন স্টার কালচার’-এ থাকা অযোগ্য টিমের এটাই অবদান।
দলের বিক্ষুব্ধ শিবির মনে করছে, নিচুতলায় ভাঙাচোরা সংগঠন, গোষ্ঠীদ্বন্দ্ব আর অপরিণত রাজনীতিবিদরা রাজ্য বিজেপির মাথায় থাকার জন্যই এই ফল।
‘ফেলিওর গ্যাং’ এর কাছে বিজেপির বিক্ষুব্ধ শিবিরের প্রশ্ন, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ও একাধিক ইস্যু নিয়ে হওয়া গরম করার পরও ভোটবাক্সে কেন তার কোনও প্রভাবই ফেলতে পারল না বঙ্গ বিজেপি ?