Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

ডুমুরিয়া শ্রমিক ইউনিয়নের রক্তদান শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনা নবনির্বাচিত সদস্যদের সম্বর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার।

বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তাগণ। এই শিবিরে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি তথা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজাচউলি গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কাঁথি ৩ ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি, আইএনটিটিইউইসির ব্লক সভাপতি অশোক জানা, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বাগ, পঞ্চায়েত সদস্য বিভাস বেজ, কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দাস ও শেখ জামির প্রমূখ।

এই অনুষ্ঠানে নবনির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষ রক্ত দান করেন। রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। রক্ত সংগ্রহ করে জী কাঁথি ব্লাড ব্যাংক।

Related News