পূর্ব মেদিনীপুরে তৃণমূলের একাধিক সমবায় সমিতি নির্বাচনে জয় - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৪শে আষাঢ়, ১৪৩২ মঙ্গলবার ( ৮ই জুলাই, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের একাধিক সমবায় সমিতি নির্বাচনে জয়

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের আঁউরাই অঞ্চলের আঁউরাই কৃষি উন্নয়ন সমিতিতে  সোমবার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। অপরদিকে রবিবার চন্ডীপুরের সরিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃনমূল।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি।নিজের গড় দাবি করা সেই পূর্ব মেদিনীপুরেই একের পর এক সমবায় সমিতির নির্বাচনে শাসক দলের কাছে হার স্বীকার করতে হচ্ছে শুভেন্দু বাবুর দল বিজেপিকে।

চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ঈশ্বরপুর পঞ্চায়েতের সরিপুর সমবায় সমিতির নির্বাচনে জয় পেল তৃণমূল । ৯টি আসনের মধ্যে ৮টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী। একটি আসনে টসে জয়  পায় বিজেপি।  রবিবার এই সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপি ও তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও সিপিএম মাত্র ৩টি আসনে প্রার্থী দিয়েছিল।  ৮ আসনে তৃণমূল ,১টি আসনে বিজেপি জয় পেলেও সিপিএম একটিও আসন পায়নি ।এই সমবায় সমিতির বিগত বোর্ডও তৃণমূলের দখলে ছিল। তবে তখন পরিচালন কমিটির আসন সংখ্যা ছিল ৭। এবারের নির্বাচনে ২আসন বাড়ায় ৯টি আসনের জন্যে ভোটগ্রহণ হয়। এই ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এবারের লোকসভা ভোটে এই এলাকায় বিজেপি ভালো ফল করে। সেকারণ সমবায় সমিতির জয় তৃণমূলের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ ।এই জয় প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সুনীল প্রধান বলেন সরিপুর ও দামোদরপুর এলাকা নিয়ে এই সরিপুর সমবায় সমিতি। সমিতির সমস্ত সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর আস্থাশীল বলেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছে।

অপরদিকে সোমবার দেশপ্রান ব্লকের আঁউরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিলো।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা বলেন পরিচালন কমিটির ৯টি আসনের একটিতেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।ফলে সবকটি আসনেই তৃনমূল প্রার্থীরা বিনা নির্বাচনে জয়ী হয়েছে।

Related News

00:31