পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহরের বালিডাংরি এলাকায় শুক্রবার গভীর রাতে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর সহ মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার প্রতিবাদে এবং দুস্কৃতীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে বালিডাংরি এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান-বিক্ষোভ ও অবরোধ করে বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। আক্রান্ত এক বিজেপির সমর্থক জানান গত শুক্রবার রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে, বালিডাংরি এলাকায় রাস্তার পাশে চারচাকা গাড়িটি পার্কিং করার সময় প্রথমে তিন জন ছেলে এসে যাও যাও বচসা শুরু করে। বলে তোরা বিজেপি করিস বলেই চড়াও হয় তাদের উপর। কোন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয় চার পাঁচ জন এবং রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা প্রসঙ্গে পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সমীরুদ্দিন জানান এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। প্রশাসন দুষ্কৃতকারীদের শাস্তির ব্যবস্থা না করলে আন্দোলন চলবে।





