Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।।অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এর লেখা ১২ টি ছোট গল্প নিয়ে “বীথিকা কেবিন”।।

ইন্দ্রজিৎ আইচ:-ভাস্বর চট্টোপাধ্যায়…এই নামটুকু
ই যথেষ্ট। বড় পর্দা, ছোট পর্দা, এমন কি মঞ্চ নাটকে তার জুড়ি মেলা ভার। এক কথায় দীর্ঘ দু দশকের ও বেশি সময় ধরে তার অভিনয় বাংলার দর্শকদের মন জয় করেছে। পাশাপাশি ভাস্বর ভালোবাসেন লেখালেখি করতে।

বিশেষ করে ছোট গল্প। বিভিন্ন পত্র পত্রিকায় তিনি নানা সময় নানান ছোট গল্প লিখেছেন। প্রয়াত গল্পকার বিখ্যাত লেখিকা
সুচিত্রা ভট্টাচার্য তার গল্প পরে খুব প্রশংসা করেছেন। আরো বেশি করে লেখার উৎসাহ দিয়েছেন। ভাস্বর এর প্রথম বই বেরিয়েছে ২০১০ এর বই মেলায়
“বন্ধু” নামে ৫ টি ছোট গল্পের সংকলন।

২০২০ তে আমাজন কিন্ডেলে থেকে প্রকাশিত হয়েছিল প্রথম ইংরেজি উপন্যাস
“দা কাশ্মির সাগা”।

সম্প্রতি কলকাতা ময়দানের একটি ক্লাবে ঘরে বাইরে পাবলিকেশন থেকে প্রকাশিত হলো ভাস্বর এর নতুন গল্পের বই
” বীথিকা কেবিন “। এই বইতে রয়েছে ১২ টি ছোট গল্প।

বইটি
উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।


উপস্থিত ছিলেন অভিনেতা রজত
বন্ধপাধ্যায়, লেখক নবকুমার বসু, অভিনেত্রী সুচন্দ্রা চৌধুরী, চন্দ্রশেখর কুন্ডু সহ আরো অনেক বেক্তিবর্গ। সকলেই ভাস্বর
এর গল্প লেখার ভুয়সী প্রসংশা করেন।



“বীথিকা কেবিন” ভাস্বর এর তৃতীয় গল্পের বই। প্রতিটা গল্প যেন আমাদের জীবনের জল ছবি। কোনো গল্প বাংলার বা বাঙালির হারিয়ে যাওয়া খাবার এর দোকানের গল্প, আবার কোন গল্প যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার বিলুপ্ত হবার কষ্ঠ, কোনো গল্প মুম্বাই এর কোনো বাঙালি ছবি বানিয়েছে তার কোনো মজার ঘটনা সুন্দর ভাবে ভাষার বিন্যাসে গল্প হয়ে ধরা দিয়েছে ভাস্বর এর কলমে। আবার কোনো গল্পে মেয়েদের জীবনের কথা, বিচ্ছেদের পরেও বন্ধু হয়ে থেকে যাওয়ার গল্প ও
বীথিকা কেবিন এর উৎকর্ষতা বাড়িয়েছে। মূলত সম্পর্ক এর গল্প ঘিরেই ভাস্বর এর এই ১২
টি গল্পের সমাহার বীথিকা কেবিন।


যে গল্প গুলি এই বই তে স্থান পেয়েছে সেই গুলি হলো
বীথিকা কেবিন, ভালোবাসা, দা পার্পেল শার্ট, রং বদলায় , শেষ চিঠি, আগামীকাল, বিবির বিধান, আমার কথা, প্রতিবিম্ব, শেষ বা শুরু, শিল্পী, সম্পত্তি সমর্পণ। প্রতিটা গল্প সকলের পাঠক পাঠিকার মন ভরাবে।


এই বইয়ের সুন্দর প্রচ্ছদ এঁকেছেন পার্থ মুখোপাধ্যায়। সুন্দর ছাপা, নির্ভুল এই বইয়ের দাম ২৫০ টাকা। সকলের কেনার ও অন্যকে উপহার দেবার মতন বই ” বীথিকা কেবিন “।
বই এর নাম ” বীথিকা কেবিন “।


লেখক : ভাস্বর চট্টোপাধ্যায়।
প্রকাশক: ঘরে বাইরে পাবলিকেশন।
দাম : ২৫০ টাকা।

Related News

Also Read