Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। অটো উল্টে মৃত ১ ছাত্রী ।।

প্রদীপ কুমার সিংহ অটো উল্টে এক ছাত্রীর মৃত্যু হল। মৃত ছাত্রীর নাম রিয়া মন্ডল (১৯)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানা অন্তর্গত চাকদা বলরামপুর অঞ্চলে।। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত বারাসাত জ্যোতি ইটভাটার কাছে।

পরিবারের সূত্রে খবর রিয়া মন্ডল বারুইপুর কলেজে প্রথম বছরে বিয়ে পাঠরতা ছাত্রী ছিল। শুক্রবার বেলা দিকে মগরাহাট থেকে বারাসাতে অটো করে আসছিল। অটোর ভেতর ৬ জন যাত্রী ছিল।


বারাসাতে জ্যোতি ইটভাটার কাছে আসতেই অটো টি বেশি স্পিড থাকায় উল্টে যায় এবং রিয়া মন্ডল অটো ড্রাইভরের বাঁদিকে বসে ছিল সে সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় । মাথায় গুরুতরো আঘাত লাগে।সঙ্গে সঙ্গে স্থানীয় বাচিন্দা ও ওই অটো ড্রাইভার প্রথমে স্থানীয় একটি নার্সিংহোম নিয়ে যায় সেখানে আশঙ্কাজনক হওয়ায় তারা সঙ্গে সঙ্গে বারুইপুর হাসপাতালে রেফার করে।

পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসক রিয়া মন্ডলের চিকিৎসা আরম্ভ করার এক ঘন্টা পরেই বারুইপুর হাসপাতালে মৃত্যু হয়। বারইপুর থানায় খবর গেলে বারুইপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে হাসপাতালে আসে।বারুইপুর পুলিশ সূত্রে খবর রিয়া মন্ডলের বাড়িতে খবর দেয় এবং তার বাড়ির লোকেরা এক ঘন্টা পরে হাসপাতালে আসে।


বারুইপুর থানার পুলিশ রিয়া মন্ডলের দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে জয়নগর থানা ও বারুইপুর থানা একটি তদন্ত শুরু করেছে।

Related News