কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এক রোহিঙ্গা যুবকের অস্ত্রহাতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মোহাম্মদ হাশিম নামে ওই রোহিঙ্গা যুবক ভিডিওতে নিজেকে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী কথিত ‘ইসলামী মাহাজ’ এর সদস্য দাবি করে একাধিক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভিডিওতে ওই যুবক নিজেকে উখিয়া ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল জাব্বারের ছেলে বলে দাবি করেন।
ফেসবুক থেকে লাইভ করা ওই ভিডিওতে তিনি চার মাঝিকে হত্যার বর্ণনা দিয়েছেন। হাশিম বলেন, তাদের মূল কাজ ছিল প্রত্যাবাসন নিয়ে কাজ করাদের হত্যা করা। হাশিম আরও উল্লেখ করেন, তাদের সামনে আরও বড়ো মিশন ছিল কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে খারাপ জগত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়।
Post Views: 15