বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তার আগেই বিস্ফোরক অভিযোগ আনলেন সভাপতি পদপ্রার্থী শশী থারুর।
বুধবার সকাল ১০টা থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। মল্লিকার্জুন খড়্গেই যে ভোটে জিতে সভাপতি হচ্ছেন, সে বিষয়ে কংগ্রেস নেতারা নিশ্চিত। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈ।
বুধবার গণনা শুরু হওয়ার মাঝে কংগ্রেস সভাপতির পদপ্রার্থী শশী শিবিরের দাবি, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু ‘বিরক্তিকর তথ্য’ সামনে এসেছে। তাই সেখানকার ভোট বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে যথেষ্ট সফল বলে উল্লেখ করেছে খাড়গে শিবির। গৌরব গগৈ বলেছেন, “এই নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন হয়েছে বলে আমরা খুবই গর্বিত। সেই সঙ্গে সোনিয়া গান্ধীর প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছেন। আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে।”