Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কাটমানি বন্ধ হওয়ায় পঞ্চায়েতে হামলা করেছে:শুভেন্দু।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সোনামুই গ্রাম পঞ্চায়েত অফিস গতকাল ভাঙ্গচুরের ঘটনা ঘটে। বুধবার সেই পঞ্চায়েত অফিস পরিদর্শনে আসেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত অফিস পরিদর্শনে এসে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন গতকাল যারা গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করেছে তারা হেরে গিয়ে চুরি করতে না পেরেই ভাঙচুর করেছে ।

তিনি বলেন যে মানরেগার টাকা চুরি করে যারা , আবাস যোজনার টাকা যারা চুরি করতো তারা ভেঙেছে, এটা কাট মানি খাওয়ার অফিস বানিয়ে রেখেছিল।এখানে একজন ডাকাত আছে তিন মাস জেল খেটেছিল পঞ্চায়েত ভোটের সময় সোমনাথ বেরা চাকরি দেওয়ার নাম করে কুড়ি কোটি টাকা তুলেছে, পাইপ চুরি থেকে এহেনো চুরিতে বাদ নেই সব চুরিতে আছে। এটা চোর সামনে চোর পিছনের চর উপরে চোর একদম মমতা যোগ্য শরিক। সোমনাথ এবং জাকির এটা করেছে। আমি পরিদর্শন করলাম এবং পুলিশকে বললাম যাতে যথাযজ্ঞ ব্যবস্থা নেয় যদি ব্যাবস্থা না নেয় থানাতে বিক্ষোভ হবে সব জায়গায় বিক্ষোভ হবে। এবং প্রধান উপপ্রধান কে বলেছি গোটা অঞ্চল অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করতে।

Related News