Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কুদিতে পাইওনিয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

প্রচণ্ড গরমে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো পাইওনিয়ার সোসাইটি। শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১  ব্লকের কুদিতে পাইওনিয়ার সোসাইটির উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন এগরা ১ ব্লকের বিডিও দূর্গাপ্রসাদ ঘোষ।

তিনি জানিয়েছেন, রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির। প্রতিবছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপন, কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, রক্তদান, বস্ত্রবিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক সামাজিক কর্মসূচী করা হয়েছে। 

এদিনের রক্তদান শিবিরে প্রায় ১০৫ জন রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করে।

আয়োজক সংস্থার  প্রধান পৃষ্ঠপোষক স্বরূপ দাস জানিয়েছেন, প্রচন্ড গরমে সামাজিক দায়বদ্ধতা থেকে মুমুর্শ রোগীদের প্রাণ বাঁচাতেই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। আমরা শুধু রক্তদান শিবিরের থেমে না থেকে ক্লাবের পক্ষ বৃক্ষ রোপন, বস্ত্র দান, শিক্ষাসামগ্রী প্রদান সহ একাধিক কর্মসূচী করে থাকি। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবাশিস জানা, সম্পাদক সুভাষ প্রধান, উৎসব কমিটির সম্পাদক তাপস মিশ্র, সভাপতি অভিজিৎ সামন্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তম গিরি।

Related News

Also Read