প্রদীপ কুমার মাইতি :- গোটা পর্টিটাই চোর আর চোরেদের সর্দার হল মমতা ব্যানার্জি। দাসপুরের জনসভায় থেকে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দলকে আক্রমন করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
আগামী ১৩ সেপ্টেম্বর “চোর ধরো জেলে ভরো”এই স্লোগান তুলে নবান্ন অভিযান করতে চলেছে বিজেপি নেতাকর্মীরা। সেই নবান্ন অভিযান সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে পদযাত্রা ও জনসভায় যোগ দেয় প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক।
এই দিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। এই দিন কার্যত তৃণমূল শীর্ষ নেতৃত্বের নাম ধরে ধরে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি, গোটা পর্টিটাই চোর আর চোরেদের সর্দার হল মমতা ব্যানার্জি। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য প্রশাসনের উপর আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।