যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় এ্যালুমনি এ্যাসোসিয়েশনের পক্ষে পালপাড়া কলেজের অধ্যক্ষ ও এ্যালুমনি সংগঠনের সভাপতি প্রফেসর ড. প্রদীপ্ত কুমার মিশ্র উদ্যোগে বেলদা থানার মহম্মদপুর গ্রামের আদিবাসী জনজাতির শিশুদের মৌলিক শিক্ষা ও তাদের স্বাস্থ্য সচেতনতার দায়িত্ব গ্রহন করা হয়।
আগামী পাঁচ বছরের জন্য উভয়ের মধ্যে “মৌ চুক্তি ” স্বাক্ষরিত হয়। মহম্মদপুর গান্ধী ফাউন্ডেশনের পক্ষে ছিলেন সম্পাদক রনজিৎ সাহু এবং পালপাড়া কলেজের এ্যালুমনি এ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন সংগঠনের সম্পাদক অধ্যাপিকা ড. শ্রীমতী পণ্ডিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ সোমনাথ দাস অধিকারী, পরিবেশ প্রেমী ইন্দ্রনীল দাস অধিকারী, অধ্যাপক ড. মৃণাল কান্তি দে, ড. আনন্দ মোহন মাইতি, অধ্যাপক নবগোপাল সামন্ত প্রমুখ।কচি কাঁচা ও গ্রামবাসী মিলে প্রায় একশত সত্তর জনের উপস্থিতিতে মৌ স্বাক্ষর হয়। ভারতবর্ষের যারা প্রকৃত ধারক বাহক, ভারতীয় সংস্কৃতিকে এখনও যারা লালন করার স্বপ্ন দেখে আসছে, তারা আজ বঞ্চিত ও বিপন্ন তাদের মানোন্নয়নে এমন পদক্ষেপ।






