পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নং ব্লকের মহিষাগোঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে সরকারি পরিষেবায় সরবরাহকৃত পানীয় জল খেয়ে অসুস্থ বহু পরিবার। অভিযোগ
গত তিনদিন ধরে সরকারী পানীয় জল খাওয়ার পর অসুস্থ হয়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হচ্ছেন বহু বাসিন্দা।
এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।মহিষাগোট পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের অভিযোগ গ্রামের বেশীর ভাগ মানুষ আর্থিক সমস্যার দরুন জল কিনে খাওয়ার মতন পরিস্থিতি নেই।সেখানে সরকারের সরবরাহ করা পানীয় জল খেয়ে মানুষ অসুস্থ্য হওয়ায় আতংক বাড়ছে।
সোমবার দুপুরে কাঁথিতে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের জেলা সভাপতি পীযুষ কান্তি পন্ডা। তিনি বলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতি ও মহিষাগোট পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই জল সরবরাহের দায়িত্ব তাদের বলেই জানি।সমস্যার কথা আমরা সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পেরেছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সরকারি সাহায্যের আশ্বাসও দেন তিনি।