কাঁথি লোকসভা কেন্দ্রের বাম – কংগ্রেস জোটের প্রার্থী সমর্থনে কাঁথি ১ ব্লকের বাদলপুর অঞ্চলে কর্মীসভা ও মিছিল আয়োজন করা হয়।
উক্ত সভাতে উপস্থিত ছিলেন-কাঁথি লোকসভা কেন্দ্রে জোট প্রার্থী ঊর্বশী ব্যানার্জি ভট্টাচার্য । সঙ্গে ছিলেন কাঁথি মহাকুমা কংগ্রেসের সভাপতি-গঙ্গারাম মিশ্র
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা শিউ মাইতি, কাঁথি ১ ব্লক কংগ্রেসের সভাপতি শেখ ইমরান আলী।
বাম নেতা কানাই মুখার্জি, হিমাদ্রি মাইতি, অনন্ত মাইতি, ভবানী পন্ডা এবং উপস্থিত ছিলেন কংগ্রেস যুব নেতা মওদুদ আলম খান আর নেতৃবৃন্দ এবং সদস্যগন। এই কর্মী সভায় তৃণমূলের দুর্নীতি ও বিজেপির জনবিরোধী নীতি তুলে ধরা হয়। পাশাপাশি বাম কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে বলা হয় কর্মীদের সম্মুখে।
Post Views: 14