Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

Exlucive: পূর্ব মেদিনীপুরের ব্যাবসায়ীকে প্রতারনায় নাম জড়ালো অর্পিতা মুখার্জীর..

ব্যাঙ্ক থেকে সহজে ব্যাবসার জন্যে ১৫ লক্ষ টাকা লোন পাইয়ে দেবার নাম করে পূর্ব মেদিনীপুর জেলার এক ব্যাবসায়ীর থেকে প্রায় ১লক্ষ টাকা প্রতারনায় নাম জড়ালো অর্পিতা মুখোপাধ্যায়ের।এখন এই প্রতারক অর্পিতা আর পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা এক ব্যাক্তি কিনা সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার এর ঘটনাতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক তখনই পূর্ব মেদিনীপুর এর পাঁশকুড়া থেকে উঠে এলো নতুন ঘটনা,রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সামান্য সুদে লক্ষ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে এক ব্যাবসায়ীর থেকে অর্পিতা মুখোপাধ্যায় নামের এক অজ্ঞাত মহিলার ৭২ হাজার টাকা প্রতারণার কান্ড ।

জানা গেছে কয়েকমাস আগে একটি বেসরকারি কোম্পানির মারফত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সামান্য সুদে ১৫ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে পাঁশকুড়ার পশ্চিম চিল্কা এলাকার বাসিন্দা বস্ত্র ব্যবসায়ী শ্রীকান্ত বেরার মোবাইল এ ফোন আসে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় লোন পেতে আগ্রহী হন শ্রীকান্ত বাবু। এরপর তাকে সব ডকুমেন্ট রেডি করতে বলা হয়। অর্পিতা নামে এক মহিলা কোম্পানির তরফে কথাবার্তা বলেন। এরপর শ্রীকান্ত বাবুর দোকানে এক ব্যক্তিকে সংস্থার লোক পরিচয়ে পাঠানো হয় ও শ্রীকান্ত বাবুর সমস্তরকম ডকুমেন্ট সংগ্রহ করে। ফোনে অর্পিতা জানান ড্রাফট রেডি আছেন খুব শীঘ্রই লোন এর টাকা শ্রীকান্তবাবুর একাউন্টে ঢুকে যাবে। এরপর স্থানীয় ব্যাংকে ড্রাফট পাঠানোর কথা বলে বিভিন্ন অজুহাতে শ্রীকান্ত বাবু কে হাজার হাজার টাকা পাঠাতে বলা হয়। সব মিলিয়ে ৭২ হাজার টাকা পাঠান তিনি। এরপর নানান অজুহাতে দিনের পর দিন শ্রীকান্ত বাবুর একাউন্টে টাকা চলে যাবে বলে জানান অর্পিতা নামের ওই মহিলা। মাসের পর মাস অপেক্ষা করেও লোন এর টাকা একাউন্টে টাকা পাননি তিনি। এরপর ক্ষুব্ধ হয়ে নিজের দেওয়া ৭২ হাজার টাকা ফেরত দিতে বললে ফের ১০ হাজার টাকা পাঠালে ফেরত দেওয়া হবে বলে জানান অর্পিতা। ব্যাবসায়ীর দাবি এর মধ্যে পার্থ-অর্পিতার ঘটনায় আরো ভেঙ্গে পড়ি ।এই ভাবনা আরো বাড়িয়েছে কারন কয়েকদিন হলো আর ফোন ধরছেন না অর্পিতা নামের ওই মহিলা।অবশেষে শ্রীকান্ত বাবু বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার।

Related News