নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার সময় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। দুর্ঘটনাটি ঘটেছে এগরা শহরে এগরা কুদী রাস্তার শনি মন্দির সংলগ্ন এলাকায়। বুধবার রাত্রি ১১ টা নাগাদ এগরার বাসন্তী বস্ত্রালয় এর মালিক সুশান্ত পাইকারা বাড়ি ফেরার সময় দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন।
সেই সময় এগরা কুদী রাস্তার শনি মন্দির সংলগ্ন এলাকায় বাম্পের ধাক্কায় বাইক সহ ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসে। দেখে ঘটনাস্থলেই মাথা চৌচির হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ খাঁন এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে সুশান্ত পাইকারার বাড়ি পটাশপুর থানার কানপুর গ্রামে।

Post Views: 58





