Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। হলদিয়ার যুবক তাপসের খোঁজ নেই:আতংকে পরিবার ।।

পরিবারের আর্থিক দুরাবস্থা কাটাতে চেন্নাইতে কাজের জন্য যাচ্ছিলো হলদিয়ার বাসিন্দা ১৯ বছরের
তাপস।শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে এই যুবকের আর কোন খোঁজ নেই । তার সাথে থাকা বাকী ৬ জনের খোঁজ পাওয়া গেলেও খোঁজ নেই এই যুবকের।স্বাভাবিক ভাবেই পরিবারের বাকী সদস্যরা ভেঙ্গে পড়েছেন।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের বাড়বাসুদেবপুর থেকে ৭ জন কাজের জন্য রওনা দিয়েছিলো চেন্নাইর উদ্দ্যেশে।

শুক্রবার খড়গপুর থেকে ট্রেন ধরে চেন্নাই যাচ্ছিলো ৭ জন। ট্রেন দুর্ঘটনার কবলে পড়া সাত জিনের মধ্যে চারজন বাড়ি ফিরেছে শবিবার সকালে । আরো দুজন কটক হাসপাতালে ভর্তি চিকিৎস্যার জন্যে রয়েছেন। শুধু খুঁজে পাওয়া যাচ্ছে না তাপস রাউত নামের এই যুবককে।


স্থানীয়দের থেকে জানা গেছে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া এই শ্রমিকদের মধ্যে অভিজিৎ জানা,কানাই রাউত, নিতাই রাউত ও নিমাই রাউত বাড়ি ফিরেছেন । কটক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রনব রাউত সহ আর একজন। তবে তাপস  রাউতকে খুঁজে না পাওয়ায় বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েছেন।ছেলেকে খুঁজে পেতে কোনভাবে সহযোগিতা পাচ্ছেনা বলে অভিযোগ করলেন তাপস রাউতের মা।

Related News

Also Read