চলন্ত যাত্রীবাহী বাসে আগুন। চালকের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলো বাসে থাকা যাত্রীরা। কোনরকমে বাসটি দাঁড় করিয়ে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের এক ইঞ্জিন এসে অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে যাওয়া থেকে রক্ষা করে ও আগুন আয়ত্তে আনে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ কাঁথি মেচেদা বাইপাসে। কাঁথির ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে শ্রীরামপুর – দীঘা গাড়িটি দীঘা যাওয়ার সময় কাঁথি মেছেদা বাইপাসের কিছু আগে হঠাৎ পিছনের চাকায় ব্রেক শু তে আগুন লেগে যায়। এর ফলে হঠাৎ পেছন দিক থেকে ধোঁয়া বেরোতে থাকলে বাসের মধ্যে থাকা যাত্রীরা আগুন আতঙ্কে চিৎকার করতে থাকে । পরে গাড়ির চালক কোনো রকমে গাড়িটি মেচেদা বাইপাসে দাঁড় করালে যাত্রীরা আতঙ্কে হুড় মূড়িয়ে দরজা দিয়ে বেরোতে থাকে । কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাটি জানতে পারলে বাসের চারপাশে সকলকে সরিয়ে দমকলে খবর দেন । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে গাড়ির পেছনে ডান দিকের একটি চাকা ফেটে যায় । এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকেদের প্রথমে মনে হয়েছিল বাসে বোমা বিস্ফোরণ হয়েছে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও স্বাভাবিক হয়।