Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

সালেপুর যুববৃন্দ সংঘের উদ্যোগে রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ :-কিছু দিন আগে বৃষ্টির ঠান্ডা থাকার পর আবার অত্যধিক গরমে মানুষের নাজেহাল হয়ে যাচ্ছে। তীব্র গরমে ব্লাড ব্যাংক গুলি রক্তের শূন্যতা দেখা দেয়। সেই কথা মাথায় রেখে  দক্ষিণ ২৪ পরগণা জেলা বারুইপুর থানা অন্তত বারুইপুর সালেপুর যুববৃন্দ সংঘের পরিচালনায় রক্তদান শিবির হল সংঘ ভবনে। এই সংঘের সভাপতি সঙ্গে কথা বলে জানা যায় এবার এই রক্তদান শিবির  ৩০ তম বর্ষ এ পদার্পণ করেছে। এই রক্তদান শিবিরটি হয় সাধারণত গরমকালই হয়। শীতকালে বা অন্যকালে রক্তের চাহিদা সেরকম একটা দেখা যায় না। তাই গ্রীষ্মকালে এই রক্তদান শিবিরটি প্রত্যেক বছরই হয়। এই রক্তদান শিবিরে এলাকার মানুষ খুবই সাড়া দেয়। ৩০ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত হয়েছে এই রক্তদান শিবিরের মাধ্যমে বারুইপুর সালেপুর যুববৃন্দ সংঘের সদস্য।

গত পাঁচই জুন পরিবেশ দিবস ছিল সেই কথা মাথায় রেখে এই রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতা কে একটি করেবিভিন্ন ধরনের গাছ উপহার দেয়। এতে করে রক্তদাতা খুবই খুশি হয়েছে। এই শিবিরটির সহযোগিতা করে বারুইপুর মহাকুমার হাসপাতালের ব্লাড ব্যাংক। মহিলা ও পুরুষ মিলে মোট ১১০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে।
পাশাপাশি বারুইপুর ফুলতলায় টাউন ক্লাবের পরিচালনা একটি রক্তদান শিবির হয় রবিবার সকালে। ২৫ বছর পদার্পণ  করে এই রক্তদান শিবির চলছে। এবছর বারুইপুর মহাকুমার হাসপাতালে ব্লাড ব্যাংকের ও চিত্তরঞ্জন  মেডিকেল হাসপাতালে ব্লাড ব্যাঙ্কর সহযোগিতায় রক্তদান শিবির হয়। এখানে ও মহিলা ও পুরুষ প্রায় ১০০ জন রক্তদাতা স্ব ইচ্ছায় রক্ত দান করে। এখানে কোন উপহারের ব্যবস্থা ছিল না।

Related News

Also Read