টাকা ফেরতের দাবিতে পটাশপুর থানার গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। অভিযোগ এই সমবায় সমিতির ম্যানেজার টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। সেই কারণে গ্রাহকদের টাকার নিশ্চয়তা নিয়ে সমস্যায় পড়েছে। গ্রাহকের আমানতের টাকা ফেরতের দাবি তুলে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। দীর্ঘ চার বছর ফেরার থাকার পর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারকে গ্রেফতার করলো পটাশপুর থানার পুলিশ।
সূত্রের খবর পটাশপুর থানার গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার লক্ষিকান্ত সঁ প্রায় ৫০ লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ করে। তারপর দীর্ঘ চার বছর ধরে আত্মগোপন করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার ভাড়া বাড়ি থেকে লক্ষীকান্তকে গ্রেফতার করে।ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।বিচারক শুক্রবার তার জামিন নাকোচ করে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে।
