ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের কার্যকরি পরিষদে কাঁথির সুব্রত গুহ ও দেবাশীষ ত্রিপাঠী নির্বাচিত হলেন। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বরিষ্ট সাংবাদিক সুব্রত গুহ কার্যকরি পরিষদের সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ও খলিসাভাঙা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশীষ ত্রিপাঠী সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বাংলা ও বাঙালির ইতিহাস,ঐতিহ্য ও সম্প্রীতি বৃদ্ধি ও মৈত্রী সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভারত-বাংলাদেশ মৈত্রী পরিষদের ২০২৪-২৫সালের নতুন কার্যকরি পরিষদ গঠিত হল।ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.এমদাদ হোসেন ১৬ অক্টোবর এক অনলাইন কনফারেন্সে নতুন কার্যকরি পরিষদের ৫৪জন সদস্যের নাম ঘোষণা করেন। কার্যকরি পরিষদে বাংলাদেশের বৈশাখী নিউজের ব্যবস্থাপন পরিচালক রেজাউল করিম উজ্জ্বল সভাপতি ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ অশোক কুমার পাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৫৪জনের কার্যকরি পরিষদের সিনিয়র সহ সভাপতি পদে বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি পদে অন্যান্যদের মধ্যে ভারতের ড.এমদাদ হোসেন (সহযোগী অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়), সুব্রত গুহ (প্রাক্তন বরিষ্ট সাংবাদিক,আনন্দ বাজার পত্রিকা),ড.সুবীর মন্ডল, দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের মোঃ সুফি উদ্দিন খান ও মোঃ কামরুল হক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের মুহাম্মদ দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ভারতের মতিয়ার রহমান , কল্যান ভট্টাচার্য, মাহাবুব সরদার ও বাংলাদেশের মোঃ জাকির হোসেন ও মোঃ সাইফুল ইসলাম খান যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশের মোঃ গোলাম হারিয়ে সাংগঠনিক সম্পাদক ভারতের দেবাশীষ ত্রিপাঠী ও বাংলাদেশের মোঃ আবুল বাশার সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের পারবেন আক্তার সিমু মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভারতের ডঃ প্রিয়াঙ্কা নিয়োগী ও দেবযানী কামান বর্মন মহিলা বিষয়ক সহ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন।আগামী ২০ফেব্রুয়ারি ভারতের শান্তিনিকেতনে ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলা দুই দেশের কবি সাহিত্যিক ও শিল্পীদের সমন্বয়ে দুই দেশের মৈত্রী উৎসব ও গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হবে।

