Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মেয়াদ উত্তীর্ণ মদ বিক্রি করাকে ঘিরে চাঞ্চল্য কাঁথিতে।

কাঁথি শহরে মেয়াদ উত্তীর্ণ মদ বিক্রি করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ এক যুবক কাঁথি শহরের রূপসী বাংলার মদের দোকান থেকে দুটি বিয়ার কিনেছিল। সেই বিয়ারের স্টিকারে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপর ওই যুবক আবারো দুটি বিয়ার কিনেন। তাতেও দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হওয়া লেবেল।তৎক্ষণাৎ  প্রতিবাদ করেন ওই যুবক।  তারপরেই অভিযোগ জানানো হয় আবগারি দপ্তরে। আবগারি দপ্তর থেকে এসে দুটি বিয়ার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। কাঁথির আবগারি দপ্তরের আধিকারিক জানিয়েছেন নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।  পাশাপাশি অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। রূপসী বাংলা দোকানের কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা বলেন ভুলক্রমে মেয়াদ উত্তীর্ণ বিয়ার দেওয়া হয়েছে।এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠে। কর্তৃপক্ষ স্বীকার করেছে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি করা ঠিক হয়নি। এটি ভুলক্রমে ঘটেছে।  বেশ কিছুদিন আগে মদের বিষক্রিয়ায় একাধিকবার বিভিন্ন এলাকায় প্রানহানির খবর প্রকাশ্যে এসেছে। তবুও সচেতন হয়নি প্রশাসন বা বিক্রেতারা।

Related News

Also Read