দুর্ঘটনায় মেশিন ভ্যান চালকের মুন্ডু বিচ্ছিন্ন - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩২ শনিবার ( ১২ই জুলাই, ২০২৫ )

দুর্ঘটনায় মেশিন ভ্যান চালকের মুন্ডু বিচ্ছিন্ন

পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার মাজনার রেল রাস্তা সংলগ্ন এলাকায় রবিবার কাছে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি বেআইনি যন্ত্রচালিত মেশিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল চালকের ।

 

জানা গেছে দ্রুত গতিতে নিজের নির্দিষ্ট স্থানের দিকে যাচ্ছিলো মেসিন ভ্যান । এর মধ্যে আচমকা ভ্যান রিক্সার সামনে একটি বাইক এসে যায়।সেই বাইককে বাঁচাতে গিয়ে পাল্টি খায় মেসিন ভান। ভয়াবহ এই দুর্ঘটনায় চালকের মুন্ডু বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। এখনো মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি

Related News

Also Read

18:04