আই এন টি টি ইউ সি সমর্থিত রুটি বেকারি লাইনসম্যান ইউনিয়ন সংগঠন সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবনিযুক্ত কাঁথি সাংগঠনিক জেলার আই টি টি ইউ সি র জেলা সভাপতি শিবরাম মাইতি কে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, কাঁথি পৌরসভার কাউন্সিলর অতনু গিরি,যুব নেতা ইমরান আলি খান সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। আলোচনা সভায় আই এন টি টি ইউ সি সমর্থিত রুটি বেকারির লাইনসম্যান ইউনিয়ন কমিটি গঠিত হয়। উপদেষ্টা মন্ডলীর সভাপতি হয়েছেন সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আই এন টি টি ইউ সি জেলা সভাপতি শিবরাম মাইতি। ইউনিয়নের সভাপতি হয়েছেন কাউন্সিলর অতনু গিরি, কার্যকরী সভাপতি কাঁথ পৌরসভার উপ পৌরপ্রধান ডঃ নিরঞ্জন মান্না, কোষাধ্যক্ষ ইমরান আলি খান সহ অন্যান্য কর্মকর্তা গণ নির্বাচিত হয়েছেন।
Post Views: 12