Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মৈতনায় আমাদের পাড়া আমাদের সমাধান

রামনগর ২ ব্লকের আয়োজনে উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” এই কর্মসূচির শুভ সূচনা হলো মৈতনা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে এই সরকারের উন্নয়ন যজ্ঞে সালিম হওয়ার আহ্বান জানালেন রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, রামনগর ২ ব্লকের বিডিও অখিল মণ্ডল, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র,মৈতনা গ্রাম পঞ্চায়েত প্রধান সোমা বারিক, উপপ্রধান পিনাকী দিন্দা সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও আধিকারিক বৃন্দ। এই শিবিরে মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা। ২১৪, ২১৫ ও ২১৬ বুথের শিবির হয় বলে উপপ্রধান পিনাকী দিন্দা জানিয়েছেন।

Related News

Also Read