বিজেপির পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত দখলে থাকা সত্ত্বেও সমবায় নির্বাচনে ধরাশায়ী হলো পদ্ম শিবির। খেজুরী ২ ‘নম্বর ব্লকের নিজকশবা গ্রাম পঞ্চায়েতের সুকান্ত সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ৯টি আসনের মধ্যে ৫-৪ আসনে জয়লাভ করে বোর্ড দখল করলো।
গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় জোর জবরদস্তি, মারধর করে এই পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। সেই পঞ্চায়েত নির্বাচনের পরে প্রচন্ড সন্ত্রাসে জরাজীর্ণ এই গ্রাম পঞ্চায়েত ।
এলাকার জনগণ তারই প্রতিবাদে,শান্তির পক্ষে ভোট দিয়ে তৃণমূলকে এই সমবায়ে জয়যুক্ত করল বলে দাবি করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমুদ্ভব দাশ।তিনি বলেন প্রত্যেক ব্লক নেতৃত্ব অঞ্চল সভাপতি ও নেতৃত্ব ও কর্মী বন্ধুদের সহযোগিতায় এক নাগাড়ে ২টি ব্যাংক ও চারটি সমবায়ে জয় লাভ করেছে।
Post Views: 16