Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

গ্রাহকদের আরও সুবিধা দিতে এগিয়ে এলো ম্যাস্টিক ফিন্যান্স

ইন্দ্রজিৎ আইচ 

 

আজকাল বেশিরভাগ মানুষ সিভিল খারাপ থাকার কারণে ব্যাংকের লোন পেতে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হন। তাদের সিভিলের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করতে হাত বাড়িয়ে দিয়েছে ম্যাস্টিক ফিন্যান্স। শনিবার ভিআই পি র যমুনা বিল্ডিং এ এক সাংবাদিক সম্মেলনে ম্যাস্টিক ফিনান্স এর হেড অফ অপারেশন গনেস দুবে জানালেন এই সংস্থার পথ চলা শুরু হয়েছে ২০১৭ সাল থেকে।

এখনো পর্যন্ত প্রায় ৮ হাজারের বেশি কাস্টমারের সিভিল সমস্যা সমাধান করেছে এই সংস্থা ইতি মধ্যেই। কলকাতা সহ আরও ৩২টি জায়গায় গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে চলেছে এই সংস্থা। তিনি আরও জানান কেউ গাড়ি , বাড়ি, এডুকেশন লোন থেকে যে কোনো লোন নেবার ক্ষেত্রে সিভিল সমস্যায় পড়েন। সেই গুলো আমরাই সমাধান করি। আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাস্টিক ফিনান্স এর অপারেশন এর তানিয়া প্রসাদ ও তিয়াশা ঘোষ সহ অন্যান্যরা।

Related News

Also Read