ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলায় ‘খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ’-এর সভাকক্ষে “ক্যুইজ আশ্রম” ও হলদিয়া ক্যুইজ সার্কেল ‘-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “সারা বাংলা বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ প্রতিযোগিতা’।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিল ৪৭ টি ক্যুইজ টিম । বাছাই পর্বের পর ফাইনালে ওঠে ১১ টি দল । ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে প্রথম স্থান ছিনিয়ে নেন কোলকাতার দেবপ্রিয় চক্রবর্তী এবং তপোব্রত ব্যানার্জি, দ্বিতীয় স্থান পান কোলকাতার মিঠুন পাল এবং গৌরব চক্রবর্তী, তৃতীয় স্থান পশ্চিম মেদিনীপুরের অনুব্রত চক্রবর্তী এবং শান্তনু ভট্টাচার্য, চতুর্থ স্থান পান হাওড়ার সুদীপ্ত হাজরা , পঞ্চম স্থান পান কোলকাতার রাজা চক্রবর্তী ও সাম্বদেব বর্মণ ।ফাইনালে অনন্যান্য যেসমস্ত কুইজারারা কোয়ালিফাই করেন তাঁরা হলেন হাওড়ার, রতন কর্মকার , পূর্ব মেদিনীপুরের অভিজিৎ রাজ পণ্ডিত ও অম্লান জানা, অবিভক্ত মেদিনীপুরের পূর্ণ অধিকারী ও শৌভিক মহাপাত্র,পূর্ব মেদিনীপুরের কৃষ্ণেন্দু ঘোষ ও সুদীপ সামন্ত নদীয়ার প্রতীক চক্রবর্তী ও মিত্রদ্বীপ সামন্ত , পূর্ব মেদিনীপুরের প্রসেনজিৎ বর্মণ এবং সুপ্রিয় চৌধুরী।ক্যুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার সন্দীপন দাস , দীপসুন্দর দিন্দা, সতীনাথ মাইতি , সৌরীন জানা , অতনু রায় , শুভদীপ মাজি , অর্পণ গোস্বামী , অরুপ মান্না , অয়ন গোস্বামী প্রমুখ ।প্রযুক্তি পরিচালনায় সহযোগিতা করেন চয়ন জানা, সায়ন দিন্দা, সমীরণ জানা ও অয়ন গোস্বামী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি শিক্ষক পবিত্র কুমার ভক্তা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের বিশিষ্ট গুণীজন । উপস্থিত ছিলেন ‘দেশপ্রাণ ক্যুইজ স্যোসাইটি’ , ‘মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি’, ‘হলদিয়া ক্যুইজ হাব’ , ‘ক্যুইজিহ্যাল’ , ‘মহিষাদল বিশ্বকলা কেন্দ্র’ , ‘শ্রীকৃষ্ণপুর খো খো আকাডেমি’ , ‘ইউরেকা স্পোর্টস এসোসিয়াশন’-এর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি,ক্যুইজ মাস্টার সৌগত প্রধান , বিশিষ্ট সাংবাদিক সুজিত ভৌমিক, কুইজপ্রেমী কৌশিক মাজি , বিশ্বনাথ গোস্বামী , কৃষ্ণপ্রসাদ ঘড়া , গৌতম নন্দ , রাজেশ জানা , জিয়াউর রহমান , শঙ্কর আচার্য , প্রসেনজিৎ মাইতি , শান্তনু বেরা , সৌরভ মণ্ডল , মধুসূদন পড়ুয়া , ললিত মোহন দাস , পায়েল সামন্ত , মন্টু জানা, গোকুল ভুঁইয়া , অশোক জানা প্রমুখ । অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মৌসম মজুমদার, অরুণাংশু প্রধান, আরিফ ইকবাল খান, পবিত্র মুখোপাধ্যায়, ভাস্করবত পতি, ইখতিয়ার উমর আহমেদ, সৌরভ পাইক, নিখিল সরকারের মতো বাংলার কুইজ জগতের বিশিষ্ট জনেরা।এই অনুষ্ঠানে প্রকাশিত হয় কবি পবিত্র কুমার ভক্তার কবিতার বই ‘শুনতে পাচ্ছো কলম’ এবং সৌরীন জানা সংকলিত ক্যুইজের বই ‘ক্যুইজ ও কাহিনী’ বই দুটি।
এই অনুষ্ঠানের উদ্যোক্তা দ্বীপসুন্দর দিন্দা এবং সন্দীপন দাস জানান, ‘বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ এর এটি দ্বিতীয় বর্ষ । প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে হলদিয়ার সুতাহাটায় । দ্বিতীয় বর্ষে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও ৪৭ টিম অংশ নেওয়ায় তাঁরা আপ্লুত । বিশ্বকাপ ক্যুইজ ছাড়াও এদিন সকাল থেকে তিনটি বিভাগের আমন্ত্রনী স্কুল ক্যুইজ এবং অনুর্ধ-২১ বিভাগের ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। । সমগ্র অনুষ্ঠানের নলেজ পার্টনার ছিল ‘উত্তরণ পাবলিশার্স ‘ । স্কুল এবং অনুর্ধ-২১ বিভাগের পুরষ্কার হিসেবে মূল্যবান বই পাঠান পাবলিশার্সের কর্ণধার পবিত্র মুখোপাধ্যায় এবং সুস্মিতা মুখোপাধ্যায়। আয়োজদের তরফে আগামী বছরের শুরুতে একটি ‘সারা বাংলা অলিম্পিক ক্যুইজ’ এর আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে। সকলের সহযোগিতায় বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতা সাফল্য মন্ডিত হওয়া আয়োজকদের তরফে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।