জনজাতিদের প্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে কুরুচিকর ভাষায় আক্রমনের প্রতিবাদে এবং এই অপকর্মের জন্যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে আন্দোলনে নামলো তৃনমূল।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় ।সেই সাথে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্তব্যের জন্য রাজ্যের বর্তমান মন্ত্রী অখিল গিরিকে গ্রেপ্তারের দাবিতে গতকালই ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
এদিন কোটনাউড়ি মোড় থেকে ভগবানপুর নতুন রাস্তার মোড় হয়ে ভগবানপুর থানায় সামনে হাজির হয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। সেখানে শুভেন্দু অধিকারীর কুশ পুতুল পুড়িয়ে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানান তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। শেষে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।