ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দিঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং।
শনিবার রাত থেকেই উত্তাল হয়েছে নদী ও সমুদ্র।যেকোন অবস্থায় পরিস্থিতি সামলে নিতে চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। ইতিমধ্যেই দিঘা উপকূল পরিদর্শন করে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক।দিঘায় সকাল থেকে দিঘা-সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে জেলা প্রশাসনের তরফ থেকে আজ মিটিং হয়। পর্যটকদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র স্নানে একদিকে যেমন নিষেধাজ্ঞা রয়েছে অনতিকে সমুদ্রের পাশে কোনমতেই খেলতে দেওয়া হচ্ছে না দিঘায় আগত পর্যটকদের।
সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন দিঘা থেকে হলদিয়া অবধি ৭২ কিমি সমুদ্রতীরবর্তী এলাকায় কড়া নজরদারি আছে।বাকী এলাকা গুলির স্থানীয় প্রশাসনকেও পরিস্থিতির উপরে নজরদারি চালিয়ে যেতে বলা হয়েছে।সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে।