Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

গৃহশিক্ষক কমিটির সভায় সভাধিপতি

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক এর গৃহ শিক্ষক কমিটির উদ্যোগে অযোধ্যাপুর মঞ্জুশ্রী হলে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় রবিবার।সভায় গৃহশিক্ষকদের যোগ্য সম্মান, নিয়মিত কাজের স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ, অভিভাবকদের ফলপ্রসূ ভূমিকা,এবং নতুন প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তা ও একাধিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ ভুঁইয়া, শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি র ব্লক সভাপতি অজয় সাউ,সৌরভ কর , বিশিষ্ট প্রাক্তন প্রধান শিক্ষক পুলিন বিহারী নায়ক, সরদা পঞ্চায়েত প্রধান ভাবনী কর, উপপ্রধান সমীর পান্ডব প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন গৃহ শিক্ষক নেতৃত্ব তপন ঘোষ, বিশ্বজিৎ পাত্র, সৌরভ কর, বিপ্লব মান্না প্রমুখ।সঞলনা করেন সংগঠনের নেতৃত্ব দীপু খান।

Related News

Also Read