৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের শুভক্ষণে জীনন্দপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পিছাবনী শাখা শুভ উদ্বোধন হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার পিছাবনীতে জীনন্দপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পিছাবনী শাখার উদ্বোধন হলো ।

এই শাখার ফিতা কেটে উদ্বোধন করেন বলাগেড়িয়া সেন্ট্রাল বলাগেরিয়া কর অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, ব্যাংকের সহ-সভাপতি পার্থসারথি দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানানোর পর জীনন্দপুর মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পিছাবনী শাখা উদ্বোধন করা হয়। এই উদ্বোধনের শাখার পক্ষ থেকে ধামাকা অফার রয়েছে।।

এবং প্রত্যেককে হার্দিক আমন্ত্রণ জানানো হয়। এই অফার গুলো চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। রেকরিং এর উপর এবং ফিক্সড ডিপোজিট এর উপর বিভিন্ন রকম পুরস্কার রয়েছে এবং এই বিশেষ সময়ে সুদের হার ও বাড়ানো হয়েছে।





