কাঁথি সিএসএসএ ময়দানে বৃহস্পতিবার দিনভর কাঁথি মহকুমা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল। জাতীয় পতাকা ও খেলার পতাকা তুলে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান। ছিলেন মহকুমার ১৪টি চক্রের বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষক নেতৃত্ব। সফল প্রতিযোগীদের পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়।
আজকের সফল প্রথম স্থানাধিকরী আগামী ৮ ফেব্রুয়ারি দিঘা বিদ্যাভবনে অনুষ্ঠিত জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। ১৪ টি চক্রের মধ্যে নতুন চক্র প্রথম স্থান অধিকার করে এবং রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়। পাঁচটি বিভাগে এই বিদ্যালয় প্রথম স্থান দখল করে।

Post Views: 18