মুখে পয়সা নিতে গিয়ে ৪ বছরের শিশুর গলায় গিয়ে আটকে গেল একটি ৫ টাকার কয়েন । পরিবারের লোকেরা জানতে পেরে তড়িঘড়ি অয়ন গারু নামে ওই শিশুটিকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরিবারের লোকেরা শিশুটিকে নিয়ে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে সোমবার সকালে একটি পাঁচ টাকার কয়েন মুখে নিলে হঠাৎই গিলে ফেলে শিশুটি। কয়েনটি গলায় আটকে গেলে চিৎকার করতে থাকে অয়ন। চিৎকার শুনেই পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে মারিশদা থানার ধামাই গ্রামে।
Post Views: 21