বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ফুলগেরিয়া গ্রামে গণ ভাইফোঁটায় উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ।প্রথমে গ্রামে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ সহ উপস্থিত সকল বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য আজ বিরসা মুন্ডার জন্ম দিবস।আর এই জন্ম দিবস সাড়ম্বরে উদযাপিত করা হলো বুধবার। অন্যদিকে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এই গ্রামে আয়োজন ছিল গণ ভাইফোঁটার। ৭০ জন আদিবাসী সম্প্রদায়ের ছেলেদের ভাইফোঁটা দেওয়া হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে।


Post Views: 48





