কিশোরচকে রেল ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে বর্ষায় জলনিকাশী অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩২ বৃহস্পতিবার ( ১০ই জুলাই, ২০২৫ )

কিশোরচকে রেল ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে বর্ষায় জলনিকাশী অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার সোয়াদিঘী খাল সংস্কারের কাজ চলছে। সোয়াদিঘী খালের উপর দিয়ে কিশোরচকে দক্ষিণ পূর্ব রেলওয়ের তিনটি রেল লাইন গিয়েছে। প্রায় সাত- আট বছর আগে দপ্তর আপলাইনে খালের উপর পিলার দিয়ে একটি লেভেল করেছিল রেল দপ্তর। বর্তমানে রেল ডাউন ও মেন লাইনের উপর অনুরূপভাবে ব্রীজ নির্মাণের কাজে হাত দিয়েছে।

 

সোয়াদিঘী খাল সংস্কার সমিতির অভিযোগ, ওইভাবে ব্রীজের বেড লেবেল তৈরি করা হলে কোলাঘাট ব্লকের সিদ্ধা-১ ও ২, ভোগপুর এবং পাঁশকুড়া ব্লকের-পাঁশকুড়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকার খানিক অংশের জলনিকাশী সমস্যার সংকট দেখা হবে।

সমিতির উপদেষ্টা তথা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সম্পাদক মধুসূদন বেরা বলেন,বিষয়টি আমরা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এস ডি ও এবং জেলা শাসক,মহকুমা শাসক,ব্লক উন্নয়ন আধিকারিককে ওই স্থানটি সরজেমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছিলাম। ওই পরিপ্রেক্ষিতে সেচ দপ্তরের পাঁশকুড়া এক সাব ডিভিশনের এসডিও ব্রীজ সংলগ্ন স্থান পরিদর্শন করেন।

 

আজ দপ্তরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার দক্ষিণ পূর্ব রেলওয়ের সিনিয়ার ডি.ইএন(কো-অর্ডিনেশন)কে চিঠি দিয়ে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।

Related News

Also Read

21:17