Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

পাঁশকুড়ায় বন্যা প্রতিরোধে সভা

পাঁশকুড়া পৌরসভা সহ পাঁশকুড়া ব্লক এলাকার জলনিকাশীর স্বার্থে ও বর্ষার পূর্বে কাঁসাইয়ের নদীবাঁধ শক্তপোক্তভাবে নির্মাণের দাবীতে আন্দোলনের প্রস্তুতিতে ‘সোয়াদিঘী খাল সংস্কার সমিতি’ ও ‘পূর্ব মেদিনীপুর জেলা বন্যা প্রতিরোধ কমিটি’র যৌথ উদ্যোগে আজ পাঁশকুড়া বন্ধন গেস্ট হাউসে বন্যা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনীল জানা। সভায় মুল বক্তব্য রাখেন,সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার কল্যাণ রায়,তপন নায়ক,স্বপন বেরা প্রমুখ।
          প্রসঙ্গত উল্লেখ্য,গত বর্ষায় কংসাবতীর নদীবাঁধ ভেঙে বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে পাঁশকুড়া পৌরসভা সহ পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার বাসিন্দারা সর্বস্বান্ত হয়েছিলেন। ওই বন্যার জল মুড়াইল ও কামিনা খাল হয়ে ভোগপুর,দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য দিয়ে সোয়াদিঘী ক্যানেলের মাধ্যমে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘীতে রূপনারায়ণে বের হয়। মুড়াইল,কামিনা শাখাখাল সহ মুল সোয়াদিঘী খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ওই বন্যার জল বের হতে বহুদিন সময় লেগেছিল।
            নারায়ণবাবু তার বক্তব্যে পাঁশকুড়া পৌরসভা ও পাঁশকুড়া ব্লক এলাকার ড্রেনেজ সংক্রান্ত মাস্টার প্ল্যান কার্যকর,কংসাবতীর রামচন্দ্রপুর থেকে মাইশোরা পর্যন্ত অংশ আগামী বর্ষার পূর্বে নদী সংস্কার,পাঁশকুড়া সংলগ্ন যে স্থানগুলিতে নদীবাঁধ ভেঙে ছিল,সেই স্থানগুলিতে শক্তপোক্তভাবে নদীবাঁধ বাধার দাবী তোলেন।

Related News