নুলিয়ার তৎপরতায় দিঘার সমুদ্রে স্নান করতে নামা ৪ জন নাবালকের প্রাণ বাঁচল। এই ৪ নাবালক তার অভিভাবকদের না জানিয়ে সমুদ্রে স্নান করতে চলে এসেছিল বলে জানা গেছে।
দুপুরে এই ৪ জন নাবালককে সমুদ্রে তলিয়ে যেত দেখে কর্মরত নুলিয়ারা সমুদ্রের ঝাঁপ দিয়ে সকল দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে।

জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড় থেকে একটি পর্যটক দল দিঘাতে বেড়াতে আসে শনিবার। রবিবার দুপুরে যখন সকলে নিজেদের রান্না করতে ব্যস্ত তখন ৪ নাবালক বড়দের কাউকে কোন কিছু না জানিয়েই সমুদ্রে স্নান করতে চলে যায়। নিউ দিঘার ক্ষণিকা ঘাটে তাদের তলিয়ে যেতে দেখে তৎপরতার সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধার করে।
এদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে এসে বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে অভিভাবকদের সন্ধান পায় পুলিশ। পরে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

Post Views: 25