Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে ডেপুটেশন আইএনটিইউসির ।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দরে শ্রমিকদের নিরাপত্তা,বেতন পরিকাঠামো এবং পিএফইএসআই সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে ডেপুটেশন দিলো শাসক দলের শ্রমিক সংগঠন।

এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,তমলুক সাংগঠনিক আইএনটিটিইসি জেলা সভাপতি চন্দন দে, হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল এবং হলদিয়া বন্দরে আইএনটি সম্পাদক সভাপতি এবং নেতৃত্ববৃন্দ।

মিছিল করে বন্দরের প্রশাসনিক অফিসের গেটে যাওয়ার পর ৮ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যায়।

তৃনমূল শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে
 আলোচনায় ছিলেন  হলদিয়া কলকাতা পোর্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী,পোর্ট বন্দরের ডেপুটি চেয়ারম্যান একে মেহেরা এবং বন্দরের অন্যান্য আধিকারিক বৃন্দ।

এই ডেপুটেশনকে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের নিয়ে ডেপুটেশন দিয়েছিল। তারই পাল্টা ডেপুটেশন শ্রমিকদের নিয়ে? কোন নেতা কত জমায়েত করতে পারে সেই কব্জির লড়াই চলছে হলদিয়াতে। সামনে পৌরসভা নির্বাচন তার আগেই এলাকার মানুষের আইওয়াশ করছে তৃণমূল কংগ্রেস।

Related News